ইংল্যান্ডের 'নতুন' ওয়ানডে দলের নেতৃত্বে স্টোকস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 04:26:56

করোনাভাইরাসের হানায় আগে ঘোষিত পুরো দল আইসোলেশনে চলে গেছে। এ জন্য নতুন করে দল দিতে হয়েছে ইংল্যান্ডকে। 

করোনা হানা দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট দলে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ মাঠে গড়ানোর আগে করোনা টেস্টে পজিটিভ হয়েছেন দলটির ৭ জন। তার মধ্যে ৩ জন ক্রিকেটার এবং বাকি চার ৪ জন স্টাফ। পুরো দল রয়েছে এখন আইসোলেশনে।

নতুন দলে নতুন মুখ ছয় জন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তারুণ্য নির্ভর দলকে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

এক টেস্টে ইংলিশদের নেতৃত্ব দেওয়া স্টোকস প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে যাচ্ছেন সীমিত ওভারের সিরিজে। 

সিরিজ সূচিতে পরিবর্তন না এনে ইসিবি আজ মঙ্গলবার, ৬ জুলাই ঘোষণা করে ১৮ সদস্যের সম্পূর্ণ নতুন একটি দল। ডেভিড মালান এবার ফিরলে দলে। 

আগামী বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। 

ইংল্যান্ড ওয়ানডে দল: বেন স্টোকস (অধিনায়ক), জেইক বল, ড্যানি ব্রিগস, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, লুইস গ্রেগরি, টম হেলম, উইল জ্যাকস, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, দাভিদ মালান, ক্রেইগ ওভারটন, ম্যাট পারকিনসন, ডেভিড পেইন, ফিল সল্ট, জন সিম্পসন ও জেমস ভিন্স।

এ সম্পর্কিত আরও খবর