টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 11:57:56

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। সেই ইনজুরি জিম্বাবুয়ে সফরেও দেশ সেরা এ ওপেনারকে জ্বালিয়ে মারছে। শতভাগ ফিটনেস ফিরে পেতে আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বাঁ-হাতি এ টপ-অর্ডার ব্যাটসম্যানকে। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনিশ্চিত হয়ে গেছেন তামিম।

বুধবার, ৭ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার লাল বলের লড়াই। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করেননি তামিম। পরে ব্যাট হাতে নামেন দ্বিতীয় ইনিংসে। ব্যাট করতে নামলেও খুব একটা সাবলীল ছিলেন না তামিম।

বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘তামিমকে টেস্টে পাওয়া যাবে কিনা সেটা এখন বলা মুশকিল। তার চোট এখনো পুরোপুরি সারেনি। আজ স্কিল ও ফিটনেস অনুশীলন আছে। সেখানে দলের ফিজিও তাকে দেখবেন, এর পরেই আসলে সিদ্ধান্ত হবে খেলবেন কিনা।’

কিন্তু দলীয় সূত্র বলছে, আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে না হলেও অন্তত টেস্ট খেলতে পারবেন না তামিম। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন এ ওয়ানডে অধিনায়ক।

অন্য দিকে প্রস্তুতি ম্যাচ না খেললেও চোট কাটিয়ে পাঁচ দিনের ম্যাচে থাকবেন মুশফিকুর রহিম।

এ সম্পর্কিত আরও খবর