লড়াইটা বেশ জমে উঠেছিল। টি-টোয়েন্টি সিরিজে একবার ইংল্যান্ড এগিয়ে যায় তো ভারত পরের ম্যাচে সমতায় ফেরে।
চার ম্যাচ শেষে দু'দলের লড়াইয়ে ২-২ এ সমতা চলে আসে। যে কারণে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। সে লড়াইয়ে শেষ হাসিটা হাসল ভারত।
শেষ ম্যাচটা ৩৬ রানে জিতে ৩-২ ব্যবধানে সিরিজটাই জিতে নিয়েছে ক্যাপ্টেন বিরাট কোহলির দল।
আহমেদাবাদে কোহলি ও রোহিত শর্মার হাফ-সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে স্বাগতিক ভারত।
জবাবে ৮ উইকেটে ১৮৮ রান তুলতেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ডেভিড মালান সংগ্রহ করেন ৬৮ রান। ভুবনেশ্বর কুমার ১৫ রানে নেন ২ উইকেট।