ড্যারেন ব্রাভোর শতকের ওপর ভর করে তৃতীয় ওয়ানডেও দাপটের সঙ্গে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগুয়ায় শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে পাঁচ উইকেটে।
দুরন্ত এ জয় দিয়ে ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ জিতে নিল ৩-০ ব্যবধানে।
ব্যাট হাতে আশেন বান্দারা (৫৫*) ও হাসারাঙা ডি সিলভা (৮০*) গড়েন ১২৩ রানের অপরাজিত পার্টনারশিপ। ফলে প্রথমে ব্যাট করতে নেমে দুজনের হার মানা জোড়া অর্ধ-শতকে ২৭৪ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা।
উইন্ডিজের হয়ে আকিল হোসেন নেন তিন উইকেট।
ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ২৭৬ রান তুলে ফেলে ক্যারিবিয়ানরা। ব্রাভো সাজঘরে ফেরেন ১০২ রান নিয়ে। তার সঙ্গে শাই হোপ ৬৪ ও কিয়েরন পোলার্ড ৫৩ রান যোগ করেন।
শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নেন সুরঙ্গা লাকমল।