নিউজিল্যান্ড সফরের দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। লাল-সবুজের স্কোয়াডে আছেন আল আমিন ও নাসুম আহমেদও।
পারিবারিক কারণে কিউই ট্যুর থেকে আগেই ছুটি নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরে তৃতীয় সন্তানকে স্বাগত জানাবেন বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট দুনিয়ার এ মহাতারকা। সাকিবের সঙ্গে দলে নেই স্পিনার তাইজুল ইসলামও।
সফরের জন্য শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।
চার দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তামিম-মাহমুদউল্লাহদের। এরপরই মিলবে দশ দিনের অনুশীলন করার সুযোগ। প্র্যাকটিস শেষে কুইন্সটাউনে হবে টাইগারদের ৫ দিনের ক্যাম্প।
ওয়ানডে তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল।
স্কোয়াড: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোঃ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাহাদী হাসান ও নাসুম আহমেদ।