২৯৬ রানেই গুটিয়ে গেল টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 20:03:33

লিটন দাস-মেহেদী হাসান মিরাজ দলকে টেনে তুলে এগিয়ে যাচ্ছিলেন। তবে রাহকিম কর্নওয়াল ও শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং তোপে খুব বেশি দূর যেতে পারলেন না। আভাস দিয়েও সেঞ্চুরির দেখা পেলেন না দুজনের কেউ। তাই তো বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেল ১১৩  রানে পিছিয়ে থেকে। আর লাল-সবুজের প্রতিনিধিরা পেল ২৯৬ রানের স্কোর।

ব্যাটিং লড়াইয়ে লিটন থামলেন ১৩৩ বলে ৭ চারে ৭১ রানে। ১৪০ বলে ৬ চারে ৫৭ রান নিয়ে ফিরেছেন তার সঙ্গী মিরাজ। দুজনের মিলে গড়েন ১২৬ রানের পার্টনারশিপ। 

তার আগে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে তামিম ইকবালের পর ব্যাট হাতে আলো ছড়ান কেবল মুশফিকুর রহিম। তামিম (৪৪) অর্ধ-শতক না পেলেও মুশফিক (৫৪) পেয়ে যান। তামিম-মুশফিক বাদে বাকি ব্যাটসম্যানদের কেউ ২৫ এর ঘরও পৌঁছতে পারেননি। 

রাহকিম কর্নওয়াল পাঁচটি ও শ্যানন গ্যাব্রিয়েল তিনটি উইকেট নিয়েছেন। দুটি গেছে আলজারি জোসেফের থলেতে। 

এর আগে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা লাল-সবুজের প্রতিনিধিরা শুরু করে ৪ উইকেটে ১০৫ রান নিয়ে।

এ সম্পর্কিত আরও খবর