ব্যাট হাতে জ্বলে উঠেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটিং দৃঢ়তায় বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লিটন-মিরাজের জোড়া অর্ধ-শতকের সুবাদে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে চা বিরতিতে গেছে টাইগাররা।
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১৩৭ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।
৬৬ রান নিয়ে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন লিটন। ৫৩ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মিরাজ। দুজনের সমান ১২৫ বলের ইনিংসে রয়েছে সমান ৬টি করে চারের মার।
তার আগে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে তামিম ইকবালের পর ব্যাট হাতে আলো ছড়ান কেবল মুশফিকুর রহিম। তামিম (৪৪) অর্ধ-শতক না পেলেও মুশফিক (৫৪) পেয়ে যান। তামিম-মুশফিক বাদে বাকি ব্যাটসম্যানদের কেউ ২৫ এর ঘরও পৌঁছতে পারেননি।
রাহকিম কর্নওয়াল তিনটি ও শ্যানন গ্যাব্রিয়েল দুটি উইকেট নিয়েছেন।
এর আগে ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা লাল-সবুজের প্রতিনিধিরা শুরু করে ৪ উইকেটে ১০৫ রান নিয়ে।