নিজেদের মাঠে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। দুই টেস্টের সিরিজ জিতেছে তারা ২-০ ব্যবধানে।
হাসান আলীর দুরন্ত বোলিংয়ে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে ৯৫ রানে জিতেছে স্বাগতিক পাকিস্তান।
৩৭০ রানের অসম্ভব লক্ষ্য ছুঁতে এক উইকেটে ১২৭ রান দিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে প্রোটিয়ারা। কিন্তু চা বিরতির আগেই ২৭৪ রান গুটিয়ে যায় অতিথিরা।
আফ্রিকার দলটি তাদের শেষ সাত উইকেট হারায় মাত্র ৩৩ রানে। ওপেনার অ্যাইডেন মার্করাম ১০৮ রানে সাজঘরে ফেরার পর শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।
দ্বিতীয় ইনিংসে হাসান আলী ৬০ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। আর পুরো ম্যাচে ১১৪ রানে নেন ১০ উইকেট। শাহীন শাহ আফ্রিদি ৫১ রান দিয়ে থলেতে পুড়েন ৪ উইকেট।
২০০৩ সালের এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান।