আগের দিন পড়ে ছিল তিন উইকেট। মেয়ার্স-বোনের ব্যাটিং দৃঢ়তা দেখানোয় পঞ্চম দিনের প্রথম সেশনে ক্যারিবীয়দের কোনো উইকেট নিতে পারেনি টাইগাররা। ১৯৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে অতিথিরা।
শতক থেকে মাত্র ৯ রান দূরে রয়েছেন কাইল মেয়ার্স। ১১ চার এক ছক্কায় ৯১ রানের দুরন্ত এক ইনিংস খেলেন ক্রিজের এক প্রান্ত আগলে রেখেছেন তিনি। ৪৩ রান নিয়ে মেয়ার্সকে সঙ্গ দিচ্ছেন এনক্রুমাহ বোনার।
এখনও ১৯৮ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তাদের লক্ষ্য ৩৯৫। আর বাংলাদেশের দরকার ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৩০ ও ২২৩/৮ডিক্লে, (মমিনুল ১১৫, লিটন ৬৯, ওয়ারিক্যান ৩/৫৭, কর্নওয়াল ৩/৮১)।
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯/১০ ও ১৯৭/৩, ৭১ ওভার (মেয়ার্স ৯১*, বোনের ৪৩*, মিরাজ ৩/৮২)।