চট্টগ্রাম টেস্টে এখনো ৩৫৫ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৭৫ রান।
দিনের শেষ দিকে ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি ক্যারিবিয়ানদের। মুস্তাফিজুর রহমানের পেস ঝড়ে মাত্র ২৪ রানেই উড়ে যায় দুই উইকেট।
দ্রুত দুই উইকেট হারালেও হাল ছেড়ে দেয়নি অতিথিরা। ওপেনার ক্রেইগ ব্রাফেট এর দৃঢ়তায় বিপদ সামলে উঠে তারা। ব্যাট হাতে ক্রিজের এক প্রান্ত আগলে রেখেছেন ক্যাপ্টেন ব্রাফেট (৪৯ ব্যাটিং)। রয়েছেন হাফ-সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে।
১৭ রান নিয়ে দলপতিকে সঙ্গ দিয়ে চলেছেন এনক্রুমাহ বোনের।
তার আগে সাদমান ইসলাম (৫৯) ও অলরাউন্ডার সাকিব আল হাসানের (৬৮) জোড়া অর্ধ-শতকের সঙ্গে যোগ হয়েছে মেহেদী হাসান মিরাজের (১০৩ রান) টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক। সুবাদে টাইগাররা প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৪৩০ রানের বড় পুঁজি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩০/১০, ১৫০.২ ওভার (সাদমান ৫৯, নাজমুল হোসেন ২৫, মমিনুল ২৬, মুশফিক ৩৮, সাকিব ৬৮, লিটন ৩৮, মেহেদি মিরাজ ১০৩, নাঈম ২৪; ওয়ারিক্যান ৪/১৩৩, কর্নওয়াল ২/১১৪)।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭৫/২, ২৯ ওভার (ব্রাফেট ৪৯ ব্যাটিং, বোনের ১৭ ব্যাটিং; মুস্তাফিজ ২/১৮)।