৩০০ ছাড়িয়ে বড় স্কোরের পথে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-28 14:25:34

বড় স্কোরের দিকেই ছুটছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয়দিনের লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ স্কোরবোর্ডে ৩০০’র ওপরে রান তুলে। ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সঞ্চয় এখন ৩২৮ রান। হাফসেঞ্চুরি করে আউট হয়েছেন সাকিব আল হাসান। আর অপরাজিত ৪৮ রান করে হাফসেঞ্চুরির কাছে মেহেদি হাসান মিরাজ। সকালের সেশনের শেষভাগে ৬৮ রানে সাকিবকে আউট করে টেস্টে নিজের প্রথম উইকেট পেলেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়াল।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি পেয়েছেন। এখন পর্যন্ত চারটি হাফসেঞ্চুরির জুটি হয়েছে। কিন্তু সেই জুটি এবং নিজেদের হাফসেঞ্চুরিকে আরও বড় করতে পারেননি ব্যাটসম্যানরা।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ৪৮ রান নিয়ে ব্যাট করছিলেন মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গী তাইজুল ইসলাম খেলছিলেন ৫ রানে।  

দ্বিতীয় দিনের সকালের শুরুতেই অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সাফল্য পায়। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাসকে ফিরিয়ে দেয় দ্রুতই। সকালে তৃতীয় ওভারেই লিটন আউট হন। আগের দিনের সংগ্রহের সঙ্গে আর মাত্র ৪ রান যোগ করেন।

সাকিবের সঙ্গে এসে সপ্তম উইকেটে জুটি বাঁধেন মেহেদি হাসান মিরাজ। দীর্ঘ সময়ের পর টেস্ট খেলতে নেমে মেহেদি হাসান মিরাজও ভাল ব্যাটিং করেন। ২৪ রানে সিলি পয়েন্টে ক্যাচ দিয়েছিলেন মিরাজ। কিন্তু জীবনের প্রথম টেস্ট খেলতে নামা মেলোসে সেই ক্যাচ হাতে রাখতে পারেননি।

১১০ বলে সাকিব তার হাফসেঞ্চুরি পুরো করেন। চট্টগ্রামের স্লো এবং স্পিন নির্ভর উইকেটে সহজ ভঙ্গিতেই নিরাপদ কায়দায় ব্যাট করছিলেন সাকিব আল হাসান। কিন্তু হাফসেঞ্চুরির পর তিনিও ভুল শট খেলে আউট হন।

এ সম্পর্কিত আরও খবর