টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 01:17:41

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব আল হাসানসহ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে টাইগাররা।  নিষেধাজ্ঞা কাটিয়ে এই প্রথম টেস্ট খেলতে নামছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। সেসুবাদে ২০১৯ সালে টেস্ট অধিনায়ক হওয়ার পর এই প্রথম পুরো শক্তির দল পেলেন মুমিনুল হক। 

২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে যে দল নিয়ে খেলেছিল বাংলাদেশ। তাতে পরিবর্তন এসেছে চারটি। 

সাঈফের জায়গায় সাদমান, মিঠুনের জায়গায় সাকিব, আবু জায়েদের বদলে মেহেদী এবং এবাদতের বদলে মুস্তাফিজ দলে অন্তর্ভুক্ত হয়েছেন। 

অতিথি ক্যারিবীয় হয়ে অভিষেক হয়েছে তিন জনের। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট খেলছেন বোনার, মায়ারস ও মোসলি। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোসলি, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা, কাল মায়ারস, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

এ সম্পর্কিত আরও খবর