টেস্ট সিরিজের আগে সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে কিছুটা দুঃশ্চিন্তায় ছিল বাংলাদেশ দল। একাকী অনুশীলনে নামলেও সিরিজের প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে সংশয় ছিল। তবে টেস্ট সিরিজ শুরুর আগের দিন সব সংশয়-দুঃশ্চিন্তা দূর করে দিলেন মমিনুল হক। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক জানালেন- ‘একাদশে সাকিবকে নিয়েই চট্টগ্রাম টেস্টে নামছে বাংলাদেশ।’
সাকিব খেলছেন কিনা এই টেস্টে এমন প্রশ্নের উত্তরে মমিনুল জানান- ‘অবশ্যই। যদিও প্রশ্নটা অনেক দেরিতে করে ফেলেছেন আপনি (হাসি)। আমার কাছে মনে হয় উনি (সাকিব) একের ভেতর দুই। উনি থাকলে টিম কম্বিনেশন ভালো হয়। ব্যাটিং বলুন বোলিং বলুন, দল সাজানো অধিনায়কের জন্য সহজ হয়। অধিনায়ক হিসেবে এটা আমার জন্য ভালো একটা সুযোগ। আমি তো আশা করি উনি খেলবেন।’
প্রতিটি সিরিজ শুরুর আগে স্বাগতিক অধিনায়কের কাছে অবধারিতভাবে যে প্রশ্নটা থাকে সেটা জুম আয়োজনে সংবাদ সম্মেলনে এদিন মমিনুলকেও শুনতে হলো; সিরিজে ফেভারিট কারা?
মমিনুল এবার কোন রহস্য রাখলেন না- ‘অবশ্যই বাংলাদেশ ফেভারিট। ঘরের মাঠে সবসময় স্বাগতিকরা ফেভারিট থাকে। তার মানে এই নয় ওয়েস্ট ইন্ডিজকে দুর্বল হিসেবে দেখছি। আমরা আমাদের দিকেই মনোযোগ রাখছি বেশি। আমরা আমাদেও সেরাটা খেলার চেষ্টা করবো।’
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ সহজে হারলেও টেস্টে ভিন্ন মেজাজের ক্যারিবীয়দের দেখা মিলবে-এই বিশ্লেষণ নিয়েই টেস্ট সিরিজের জন্য পরিকল্পনা ও কৌশল সাজিয়েছে বাংলাদেশ। মমিনুল টেস্টের ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ প্রসঙ্গে বললেন- ‘আপনি যদি টিম হিসেবে চিন্তা করেন, আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো একটা দলকেই যদি খেলিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেট সবসময় চ্যালেঞ্জিং। অনূর্ধ্ব-১৯ দলেরও সবাই যদি জাতীয় দলে খেলে, সেটাও চ্যালেঞ্জিং। এখানে চাপ থাকে প্রত্যাশা থাকে। তাই চ্যালেঞ্জ হিসেবেই দেখি। দল ভালো বা খারাপ এসব চিন্তা করি না।’
ঘরের মাটিতে টেস্ট মানেই বাংলাদেশের একাদশ স্পিন নির্ভর। এবারো কি সেই আয়োজন নিয়েই নামছে বাংলাদেশ? মমিনুল এই প্রশ্নের উত্তর রহস্যই রাখলেন-‘উইকেটের কন্ডিশন বুঝে ওভাবেই দল সাজানো হয়। কন্ডিশন বুঝে, উইকেট বুঝে তখন ওভাবে ব্যবস্থা নেওয়া হবে।’