টেস্ট সিরিজে ভিন্ন চ্যালেঞ্জ দেখছেন প্রধান নির্বাচক

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 03:18:22

ওয়ানডে সিরিজে খুব সহজেই হার মেনেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা বলতে কিছুই হয়নি। আয়েশেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভিন্ন চেহারার ওয়েস্ট ইন্ডিজের দেখা মিলবে, এমন পরিকল্পনা নিয়েই টেস্ট সিরিজের কৌশল সাজাচ্ছে বাংলাদেশ। 

টেস্ট সিরিজ শুরুর আগে এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সেই শক্তিমত্তার প্রাথমিক প্রমাণ রেখেছে। প্রধান নির্বাচন মিনহাজুল আবেদিন নান্নুও সেই কথাই বলছেন- ‘টেস্ট ক্রিকেটটা কিন্তু ভেরি ডিফারেন্ট ক্রিকেট। এটা আপনি আগাম কিছু বলতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞতার দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। ওরা যে দল নিয়ে এসেছে, ওদের পেসাররা বেশ ভাল অভিজ্ঞতাসম্পন্ন। সুতরাং আমাদেরকে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টিম কাকে এনেছে, কি দল নিয়ে এসেছে, ওদের অ্যাটাক কিরকম এটা চিন্তার বিষয় না। আমাদের চিন্তা হল আমরা আমাদেও সেরাটা খেলবো, ওয়ানডে সিরিজে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আশা করি টেস্ট সিরিজেও আমরা ভালো করবো।’

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে তৃতীয় সদস্য হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন আব্দুর রাজ্জাক। জাতীয় দলের এই অভিজ্ঞ স্পিনারের নির্বাচক প্যানেলে অর্ন্তভুক্তি প্রসঙ্গে প্রধান নির্বাচক তাকে স্বাগত জানান- ‘রাজ্জাকের জন্য অবশ্যই বেস্ট উইশেস থাকবে। সে আমাদের সাথে কাজ করবে। আমরা অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। আমরা দুজন অনেকদিন ধরে কাজ করছি। এই অভিজ্ঞতাটা কাজে লাগানো যাবে। ওর খেলোয়াড়ি ক্যারিয়ারও অনেক সফল। আমি মনে করি নির্বাচক হিসেবেও সে সফল হবে ইন শা আল্লাহ।’ 

এ সম্পর্কিত আরও খবর