হাসপাতাল ছেড়েছেন সৌরভ গাঙ্গুলি। চিকিৎসা শেষে রোববার (৩১ জানুয়ারি) ফিরেছেন ঘরে।
বুকে ব্যথা নিয়ে দিন পাঁচেক আগে হাসপাতালে ভর্তি হন বিসিসিআই প্রেসিডেন্ট। কলকাতার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় ভারতের সাবেক এ ক্রিকেট ক্যাপ্টেনকে।
মঙ্গলবার রাতে সৌরভের বুকে ব্যথা শুরু হয়। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্যথা বেড়ে গেলে হাসপাতালে যান তিনি।
এর আগে ২ জানুয়ারি জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। সঙ্গে বুকে ব্যথা অনুভব করেন। দেরি না করে চলে যান কলকাতার উডল্যান্ড হাসপাতালে। হৃদরোগের চিকিৎসা করাতে গিয়ে প্রায় এক সপ্তাহ হাসপাতালের বিছানায় কেটে যায় তার। ৭ জানুয়ারি ঘরে ফেরেন। কিন্তু ২০ দিন যেতে না যেতেই আবার অসুস্থ হয়ে পড়লেন ক্রিকেট মহারাজ।
সেসময় হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়ে। এজন্য অ্যাঞ্জিওপ্লাস্টি করান সৌরভ। পরে ব্লকেজ দূর করতে রক্ত সরবরাহকারী ধমনীতে বসানো হয় স্টেন্ট।