এসিসিতে পাপনের জায়গায় ভারতের জয় শাহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম | 2023-08-30 14:23:36

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন জয় শাহ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের দায়িত্ব পালন করে আসছেন। মিঃ শাহ এসিসিতে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন।

শনিবার, ২১ জানুয়ারি এসিসির সভাপতি পদে জয় শাহ নির্বাচিত হন। এসিসি তাদের অফিসিয়ার টুইটে এক বার্তায় জানায়- ‘আনন্দের সঙ্গে এসিসি জানাচ্ছে যে বিসিসিআই এর সচিব মিঃ জয় শাহ এসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এই পদে জয় শাহ সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার সুদৃঢ় নেতৃত্বে এসিসি সামনের দিনগুলোতে এই অঞ্চলের ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’

এসিসি মূলত এশিয়া কাপ টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পালন করে। ২০২০ সালের এশিয়া কাপ করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছে। এই টুর্নামেন্ট পাকিস্তানের আয়োজিত হওয়ার সূচি ছিল। তবে নতুন পরিস্থিতি জানাচ্ছে স্থগিত হয়ে পড়া গেল বছরের এশিয়া কাপ এখন বাংলাদেশ অথবা শ্রীলঙ্কায় আয়োজিত হবে। এই টুর্নামেন্টের জন্য এখন পর্যন্ত অবশ্য কোন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর