ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রের ধমনিতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে সৌরভ গাঙ্গুলির অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। এরপরেই তার হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানো হয়।
তবে সৌরভ গাঙ্গুলি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন এ বিষয়ে কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সৌরভকে দেখতে কলকাতার অ্যাপোলো হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সৌরভকে দেখে এলাম। ও ভাল আছে। সুস্থ আছে। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।’
এর আগে দুপুরে সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩ টা ১০ মিনিটে তার অ্যাঞ্জিওপ্লাস্টি শুরু হয়। বিকাল ৫টার দিকে দুটি স্টেন্টই বসানো হয়।
সৌরভ গাঙ্গুলির চিকিৎসার জন্য বেঙ্গালুরু থেকে কলকাতা আসেন প্রখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠি। দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে অ্যাঞ্জিওপ্লাস্টি ও স্টেন্ট বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।
দেবী শেঠি গণমাধ্যমকে জানান, গোটা প্রক্রিয়ায় সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সৌরভ স্থিতিশীল রয়েছে। কোনও সমস্যা হয়নি। তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই থাকবেন। মাত্রা কম করা হলেও আজও অক্সিজেনের সাপোর্ট থাকবে।
গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে সৌরভের বুকে ব্যথা শুরু হয়। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্যথা বেড়ে গেলে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সৌরভ।
এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেইসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তাঁর বুকে দু’টি স্টেন্ট বসানো হয়।