ঢাকা: বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও সংবিধান প্রণেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দেশে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে; আমরা এ ঐক্যকে স্বাগত জানাই। আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করবো ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।
শনিবার (০১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তাই রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আপনাদের প্রস্তুত থাকতে হবে, খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করার জন্য।
সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে জানিয়ে তিনি বলেন, চলমান সংসদ বহাল রেখে দেশে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এছাড়া পৃথিবীতে সংসদ বহাল রেখে কোনো দেশে নির্বাচন হয় এমন নজির নেই। কেননা তখন নির্বাচনে সমান সুযোগ থাকে না সব প্রার্থীদের জন্য।
কোটা সংস্কার আন্দোলনকারী ও নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর জুলুম করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকার প্রধান প্রথমে দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে বাধ্য করেছে। পরে তাদের ওপর হামলা-মামলা করে সীমাহীন জুলুম-অত্যাচার চালিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম বুঝে গেছে আওয়ামী লীগ কি। তারা আর কোনো দিন নৌকা মার্কায় ভোট দেবে না।
ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।