ঢাকা: রাজধানীর নয়াপল্টনে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
'মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার কর' শীর্ষক ব্যানারে জনসভা চলছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়েছেন বলেও জানা গেছে।
বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখো নেতাকর্মীর উপস্থিতিতে পূর্বঘোষিত এ জনসভা চলছে।