বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা প্রদানের প্রতিবাদে পথ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার (২৯ আগস্ট) সকাল পৌনে আটটায় শান্তিনগর বাজার সংলগ্ন প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে পথ সভা ও মিছিলে দলের নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপূণ রায় চৌধুরিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পথ সভা শেষে মিছিলটি শান্তিনগর কাঁচা বাজার থেকে শুরু হয়ে মালিবাগ অভিমুখে শান্তিনগর মোড় পার হয়ে কিছু দুর গিয়ে শেষ হয়।
পথ সভায় রিজভী আহমেদ বলেন, দেশকে গোরস্থানের নীরবতায় নামিয়ে আনতেই গণতন্ত্রে স্বীকৃত সব অধিকারগুলো হরণ করা হয়েছে। বাংলাদেশ এখন চলছে হরণের নীতিমালা দিয়ে। আর সেজন্য মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আপোষহীন নেত্রীকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।
অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী।