ঢাকা: ‘জাতীয় ঐক্য’গড়তে বৈঠকে বসেছে যুক্তফ্রন্ট ও গণফোরাম। মঙ্গলবার রাত ৭টা ৫৫ মিনিটে বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন যুক্তফ্রন্টের তিন দল বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি পন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
বিগত কয়েক মাস ধরেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা বলে আসছিলেন ড. কামাল হোসেন। গণফোরাম ও যুক্তফ্রন্ট এ ব্যাপারে এগিয়েছে বলে জানা গেছে।
তবে এই বৈঠকের আগে বি চৌধুরীর বাসায় যুক্তফ্রন্ট তাদের নিজেদের মধ্যে আলাদা বৈঠক করে। তবে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা জানা যায় নাই।