অনাচারের প্রতিবাদে প্রয়োজন নজরুলের মত বিদ্রোহী কবির

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম | 2023-08-18 02:26:36

ঢাকা: দেশের বিদ্যমান অনাচারের প্রতিবাদের জন্য কবি নজরুল ইসলামের মত বিদ্রোহী কবির প্রয়োজন অনুভব করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকীতে সোমবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিস্থলে বিএনপি পক্ষে শ্রদ্ধাঞ্জলি শেষে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘তিনি এসেছিলেন ধুমকেতুর মতো এবং তিনি চলেও গেছেন ধুমকেতুর মতো। তিনি এমন একটি সময়ে এসেছিলেন; যখন এই ভারত উপমহাদেশ ব্রিটিশ শৃঙ্খলের বিরুদ্ধে যুদ্ধ করছিল; শৃঙ্খল মুক্ত করে একটি স্বাধীন দেশে পরিণত করার জন্য। এবং সেই সময়ে তার কবিতা, তার লেখা; তার প্রতিটি পঙতি ছিল বিদ্রোহের অভিপ্রকাশ।’

তিনি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলছি; বলতে বাধ্য হচ্ছি- আজকের যে বাংলাদেশ-লখো লখো মানুষ বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছিল গণতন্ত্রের জন্য এবং এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। অথচ আজকে এমন একটি সময় এসেছে যে- সেই অধিকারের কথা আবার নতুন করে বলতে হয়। আজকে আমাদের প্রয়োজন রয়েছে; তেমনি একজন বিদ্রোহী কবির।’

তিনি বলেন, ‘কবি নজরুল যেমন কলমের মধ্য দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তার তরবারি উন্মুক্ত করেছিলেন। আজকে যেন সেই কলমের মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যমান অনাচারের প্রতিবাদ করে সত্যিকার গণতন্ত্রকামী বাংলাদেশ পুনরায় গড়ে তুলব।’

এ সম্পর্কিত আরও খবর