বরিশাল: বরিশালে মহানগর ও জেলা ছাত্রদলের কমিটিতে পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর সদর রোডস্থ বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে দফায় দফায় এ ঘটনা ঘটে।
সদ্য ঘোষিত মহানগর ছাত্রদল কমিটির সভাপতি রেজাউল করিম রনি জানান, শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ে আসতে চাইলে হঠাৎ করে বাধা দেয় ছাত্রদলের নাম কলুষিত করা একটি চক্র। এই নিয়ে একটু ঝামেলা হয়েছে।
অপরদিকে পদবঞ্চিত ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন বলেন, ‘যে কমিটি ঘোষণা দেয়া হয়েছে সেটি অবৈধ। দলের জন্য আমাদের ত্যাগ রয়েছে, সেখানে কেউ অবৈধ কমিটি ঘোষণা করলেই মেনে নেব না। আমরাও সেখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছিলাম। হঠাৎ করে আমাদের ওপর হামলা চালায় অবৈধভাবে পদপ্রাপ্তরা।’
এদিকে ঘটনাস্থল থেকে একটি রামদাসহ রিমন নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।