ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শুক্রবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৯ টায় রাজধানীর বনানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি বের হয়।
বিক্ষোভ মিছিলটি বনানী কামাল আতাতুর্ক সড়কের মাঝামাঝি থেকে শুরু হয়ে কাকলি সড়কে এসে শেষ হয়।
এসময় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।