ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে স্বজনরা কারাগারে প্রবেশ করেছেন। স্বজনরা তার জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছেন।
বুধবার (২২ আগস্ট) দুপুর পৌনে ৪টায় তার স্বজনরা কারা ফটকে প্রবেশ করে। এ সময় খালেদা জিয়ার বোন সেলিনা রহমান, ভগ্নিপতি রফিকুল ইসলাম, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, কোকোর মেয়ে জাফিয়া রহমান, সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন, বিন্দু কারাগারে প্রবেশ করে।
এদিকে খালেদা জিয়ার ছোট ভাইসহ ১৩ জন কারা ফটকে এসেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ ৬ জনের অতিরিক্ত কাউকে প্রবেশের অনুমতি দেয়নি বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি বলেন,‘কারা কর্তৃপক্ষ মৌখিকভাবে ২০ জনের অনুমতি দিয়েছিল। অথচ এখন ৬ জনের বেশি যেতে দেয়নি। এর আগে এমনটি ঘটেনি।’