ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা বাম জোটের

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 14:32:12

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন গণপরিবহন চলাচলের অনুমতি দিয়ে সরকার জনগণকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে।

এর সাথে গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত করোনাকালে জনগণের ওপর ‘মড়ার ওপর খাড়ার ঘা’-এর সামিল বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

সরকারের এই সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিক দাবি করে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ ও ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাম জোট।

রোববার (৩১ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর