সাবেক এমপি জব্বারের মৃত্যুতে জিএম কাদেরের শোক

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 03:48:36

সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা এম এ জব্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এম এ জব্বার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিনি ছেলে ও চার মেয়েসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জি এম কাদের বলেন, মরহুম এম এ জব্বার ছিলেন গণমানুষের অনুরাগে সিক্ত একজন নেতা। তার মৃত্যুতে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ একজন অভিভাবক হারালো। মরহুম এম এ জব্বার বেঁচে থাকবেন তার কর্ম ও উন্নয়নের মাঝে।

এমএ জব্বারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

এ সম্পর্কিত আরও খবর