নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৬ আগস্ট) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে, শিক্ষকদের কথা শুনে শিক্ষার্থীরা ঘরে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
তিনি বলেন, বিআরটিএ শুক্রবার বাদে প্রতিদিন ফিটনেস প্রদান ফিটনেস নবায়ন; লাইসেন্স নবায়ন করবে সকাল ৯ টা রাত ৯ টা পর্যন্ত। আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।