ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির কোনো উস্কানি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার দলীয় মন্ত্রীরা বিএনপিকে জড়িয়ে বক্তব্য দিচ্ছেন।
রোববার (৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওপর হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর হামলার শামিল। এতে দেশের ভাবমূর্তি প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় নিন্দা জ্ঞাপন করছি।
আমির খসরুর কণ্ঠ বিকৃত করে প্রকাশ অস্বাভাবিক নয় তবে তিনি শিক্ষার্থীদের রাস্তায় নামতে বললে অপরাধের কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির এই মহাসচিব।
এর আগে শনিবার (৪ আগস্ট) রাতে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল বলেন, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, অত্যন্ত যৌক্তিকভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ দাবি করছি। ছাত্র-ছাত্রীদের ন্যায়সঙ্গত যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।