দেশব্যাপী লকডাউন পরিস্থিতির কারণে দরিদ্র দিনমজুর ও শ্রমজীবী মানুষের চরম দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। কর্মহীন দরিদ্র মানুষের জন্য গণরেশনিংয়ের দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (২৭ মার্চ) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
তারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে সারাদেশে লকডাউন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের ছিন্নমূল, দিনমজুর, শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের জীবন তীব্র সংকটের মধ্যে নিপতিত হয়েছে। অবিলম্বে দেশের দরিদ্র মানুষের ঘরে ঘরে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছানো না গেলে তাদের বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়তে পারে।
নেতৃবৃন্দ অবিলম্বে সারাদেশের সকল ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে এই দুর্যোগে দরিদ্র মানুষের জন্য গণরেশনিংয়ের উদ্যোগ নিয়ে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার দাবি জানান।
নেতারা পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে দেশব্যাপী অফিস-আদালত-দোকানপাট বন্ধ করা হলেও শ্রমঘন গার্মেন্ট কারখানাগুলো বন্ধের ঘোষণা না দিয়ে এখনো খোলা রাখা হয়েছে। বিজিএমইএ মালিকদের প্রতি কারখানা বন্ধের নির্দেশ না দিয়ে শুধু আহ্বান জানিয়েছে, যে আহ্বানে মালিকরা সাড়া দিচ্ছেন না।
গণসংহতি আন্দোলনের নেতারা অনতিবিলম্বে শ্রমিকদের ও তাদের পরিবারবর্গের স্বাস্থ্যঝুঁকি লাঘবে কারখানা বন্ধের দাবি জানান। শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করতে ৫০০০ কোটি টাকার সরকারি প্রণোদনা যেন শ্রমিকরা ঠিক মতো পায়— তা সঠিকভাবে তদারকি করাও দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকার এখনো করোনা দুর্যোগ মোকাবিলায় ‘দুর্যোগকালীন বিশেষ বাজেট’ ঘোষণা করেনি। অবিলম্বে দরিদ্র, কর্মহারানো অসহায় মানুষদের জন্য গণরেশনিংসহ করোনা ভাইরাস সংক্রমণের কারণে অর্থনৈতিক সংকট মোকাবিলায় দুর্যোগকালীন বিশেষ বাজেট ঘোষণার জোর দাবি জানায় গণসংহতি আন্দোলন।