ঢাকা: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছেন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।
সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
এ বিষয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করলে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, বৈঠকে কোনো এজেন্ডা নেই। অনির্ধারিত বৈঠক এটি।
জানা গেছে, বৈঠকে নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও জাতীয় নির্বাচনে এর প্রভাবসহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ।
তিন সিটিতে অনুষ্ঠিত ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সংবাদ সম্মেলন করে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছেন।