ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘সময় চলে গেলে আলোচনার সুযোগ থাকবে না। তখন আন্দোলনের মধ্য দিয়ে জেল ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’
সোমবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আপনারা সিপিবি-বাসদসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন এ কারণে আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বিএনপির সঙ্গে যদি আলোচনায় না বসেন তাহলে ৮ নাম্বার ১০ নাম্বার দলগুলোর সঙ্গে আলোচনা করে লাভ হবে না।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের স্বাভাবিক অবস্থা যদি ফিরিয়ে আনতে চান তাহলে খালেদা জিয়াকে মুক্তি দিন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনুন। বিএনপি নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করুন। তারপর আলোচনায় বসেন। ভাবুন কীভাবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করা যায়।’
তিনি বলেন, ‘আজকে আন্দোলনের কথা বলছি। এক সময় জেল ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের দিকে তিনি যাচ্ছেন না। আমরা এখন ভালো মানুষের মতো কথা বলছি, আপনাদের সুযোগ দিচ্ছি, আলোচনার কথা বলছি। যদি তারা তা না করে তাহলে আমরা বাধ্য হয়ে রাজপথে নামব। রাজপথে নামলে ডিসেম্বরের আগে যে পরিস্থিতির মুখোমুখি আপনারা হবেন তার দায় আপনাদেরই নিতে হবে। সেই আন্দোলনের মধ্য দিয়ে যদি সরকারের পতন ঘটে তাহলে শেখ হাসিনা আপনি আলোচনার সুযোগ পাবেন না।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আপনাকে আমরা আলোচনার কথা বলেছি, শেখ মুজিবের কন্যা হিসেবে এটা মাথায় নেন। খালেদা জিয়াকে মুক্তি দিন, পুলিশ প্রশাসনকে বিতর্কিত করা বন্ধ করুন। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করুন। আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথে ফিরে আসুন।’
আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, সহশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।