ঢাকা: মোহাম্মদপুরের নিজ বাসার সামনে থেকে অপহৃত কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেনের সন্ধ্যান পাওয়া গেছে।
শুক্রবার (২৭ জুলাই) মধ্যেরাতে রাজধানীর তিনশ ফিট এলাকা থেকে তাকে পাওয়া গেছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বার্তা২৪.কমকে বলেন, তিনশ ফিট রাস্তায় রাত ১২টার দিকে তাকে রেখে যায়। পরে তিনি পরিবারকে ফোন দিলে তারা সেখানে যায়।
ওসি বলেন, আমাকে তার পরিবার থেকেই জানানো হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে, নিজ বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল।