কিশোরগঞ্জ: জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, যুদ্ধাপরাধীদের বিচার এবং কালো টাকা ও দুর্নীতি প্রতিরোধের সংগ্রাম তীব্র করার আহ্বান জানিয়েছে গণতন্ত্রী পার্টি।
বৃহস্পতিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জ-১ নির্বাচনী এলাকার হোসেনপুরের গোবিন্দপুরে আয়োজিত এক জনসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, 'মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।'
তিনি বলেন, 'কিশোরগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান ও সমাজিক-রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার রাজনৈতিক ও নির্বাচনী এজেন্ডা।'
সাবেক সরকারি কর্মকর্তা আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তৃতা করেন পার্টির সহসভাপতি গিয়াসউদ্দিন খান মিলকি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, এনামুল হক চৌধুরী, ফরিদুজ্জামান পলাশ, ডা. স্বপন ভৌমিক প্রমুখ।
জনসমাবেশ শেষে অ্যাডভোকেট দোলন ভৌমিক পাড়া, মহল্লা ও বাজারে নির্বাচনী জনসংযোগে অংশ নেন।