জাপার চেয়ারম্যান পদে আগ্রহী নন রওশন, দাবি রাঙ্গার

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 23:06:39

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান পদের বিষয়ে আগ্রহী নন। চেয়ারম্যান পদে ভোটের কোনো সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বার্তা২৪.কম-কে এমন তথ্য জানিয়েছেন তিনি।

রাঙ্গা বলেন, গতকাল জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে কথা হয়েছে। তিনি চেয়ারম্যান পদের বিষয়ে আগ্রহী না। এখন পর্যন্ত বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ছাড়া আর কাউকে প্রার্থী দেখছি না।

এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। আমাদের পার্টিতেও রয়েছে। তবে কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব নেই। আমরা একটি উৎসবমুখর সুশৃঙ্খল কাউন্সিলের দিকে এগিয়ে যাচ্ছি।

কে হচ্ছেন জাপা মহাসচিব? একাধিক প্রার্থীর নাম আলোচনা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, কেউ চাইলে আমি এই পদ ছেড়ে দেবো। তবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের অনেকের সঙ্গে গতকাল দেখা হয়েছে, কথাও হয়েছে। তারা আমাকে জানিয়েছে, তাদের মহাসচিব পদের বিষয়ে আগ্রহ নেই। কাউন্সিলর ডেলিগেট যাকে চাইবে সেই মহাসচিব হবে। আমাকে না চাইলেও আমি অখুশি না। আমার মনে হয় নেতৃত্ব নির্বাচনে ভোটের প্রয়োজন পড়বে না।

জাপার কাউন্সিলে কোনো শোডাউন থাকছে না। শুধুমাত্র ৮ হাজার কাউন্সিলর ডেলিগেটকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন জাপা মহাসচিব।

এ সম্পর্কিত আরও খবর