গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলছেন, গত ৩ দিন ধরে খুলনার পাটকল শ্রমিকরা খোলা আকাশের নিচে ঠাণ্ডায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন, এরই মাঝে একজন শ্রমিক মৃত্যুবরণও করেছেন; সরকারের উদাসীনতায় এ মৃত্যুর জন্য দায়ী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাকি বলেন, কারখানায় নিরাপদ পরিবেশের অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে। সরকার শ্রমিকদের জীবন ও নিরাপত্তা রক্ষার বিষয়টিকেই একদমই তোয়াক্কা করছে না। দেশীয় শিল্পকারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশের কোন বালাই নেই। বেআইনি কারখানাগুলো তাদের নাকের ডগায় কিভাবে দিনের পর দিন চলে, তা নিয়ে কোন জবাবদিহিতার প্রয়োজন তারা অনুভব করেন না।
তিনি বলেন, একদিকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে, অন্যদিকে সামনের দুনিয়ার প্রধান পরিবেশসম্মত পণ্য পাটকলগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হচ্ছে।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দেশে লুটপাটের মহোৎসব চলছে; লক্ষ-হাজার কোটি টাকার দুর্নীতির বালিশকাণ্ড, পর্দাকাণ্ড, উড়ালসড়ক ইত্যাদিতে চলছে অথচ পাটকল শ্রমিকদের সামান্য ন্যায্য দাবি-দাওয়া মানা হচ্ছে না।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা জুলহাসনাইন বাবুর পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য ফিরোজ আহমেদ; সংহতি বক্তব্য প্রদান করেন- সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক ও সাধারণ নাগরিক সমাজের মুখপাত্র মহিউদ্দীন আহমেদ। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা তাসলিমা আখতার, বাচ্চু ভূঁইয়া, মনিরউদ্দীন পাপ্পু, দীপক রায় প্রমুখ।
শুক্রবার জোনায়েদ সাকিসহ বামজোটের নেতৃবৃন্দ অনশনরত শ্রমিকদের সঙ্গে সংহতি জানাতে খুলনায় উপস্থিত হবেন।