আগামী ২৭ ডিসেম্বর ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন বার্তা২৪.কমকে এ তথ্য জানান।
ঢাকা ট্যাকসেস বারে আয়োজিত গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পার্টির সভাপতি ব্যারিস্টার আরস আলীর সভাপতিত্বে উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গণতন্ত্রী পার্টি ১৪ দলীয় জোটের অন্যতম সংগঠন হিসাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটেরও শরিক দল।