"জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা " এ ঘোষণা সংবলিত লিফলেট বিতরণ করেছে ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
শনিবার (১১ জানুয়ারি) বিকালে শহরের ভাঙ্গা রাস্তার মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে তারা লিফলেট বিতরণ করে।
ঘোষণাপত্রে যে বিষয়সমূহ অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় তা হলো, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মঞ্চে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে, বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে, ঘোষণাপত্রে 'বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন' এর নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভূত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যাক্ত করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রতি থাকতে হবে।
এসময় তারা বলেন, জুলাই আন্দোলনের একমাত্র লক্ষ্য আওয়ামী ফাদিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।
এসময় ছাত্র আন্দোলনের সোহেল রানা, মেহেদী ইবনে ইলিয়াস, সাইফ খান, কাজী, রিয়াজ, তোমাফাজ্জল হোসেন, কাইয়ুম, জেবা জেসমিম, সমতা, অতসি, অথৈ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।