নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা সংস্কার চাই, একইসঙ্গে নির্বাচন চাই। না হলে দেশ আরও সংকটে পড়বে। আমি বিশ্বাস করি এবি পার্টি কেবল আবেগ দিয়ে তৈরি হয়নি। আমি এটা ভেবে আনন্দ পাই, এই দলের গঠনের শুরু থেকে প্রতিদিনের কার্যক্রমে যোগাযোগ থাকে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ১ম জাতীয় কাউন্সিলের বক্তব্যে তিনি একথা বলেন।
মান্না বলেন, দেশের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ঠিকই, কিন্তু এরা অভিজ্ঞ নয়। এত সংকটের মধ্যে যারা পণ্যের ভ্যাট বাড়াতে পারে তারা অর্থনীতির সংজ্ঞা বুঝে অর্থনীতি বোঝে না। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছেন, এই অবস্থা চললে মানুষ আর আস্থা রাখবেন না।
তিনি বলেন, সোনার বাংলা নয়, আজ যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন মানুষের চোখে স্বয়ংক্রিয়ভাবে ফুটেছে, আন্দোলন, রক্ত, জীবন দিয়েছে সেটাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এখন কেবল আবেগে নয়, রাজপথের লড়াইয়ে নয়, যুদ্ধের ময়দানে নয় এখন এটার সাফল্য নির্ভর করে আমরা কতটা যোগ্যতার সঙ্গে, সঠিকতার সঙ্গে এই দেশকে গড়তে পারি।
তিনি আরও বলেন, দেশ পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের ব্যক্তিবর্গ।