জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-10 15:05:57

বিগত প্রায় ১৫ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপিসহ অঙ্গ সংগঠন কয়েকজন নেতাকর্মীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানী শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে তারা পুস্পাঅর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় দলীয় ব্যনার ও প্লাকার্ড হাতে বিভিন্ন শ্লোগান ও মিছিল দিতেও দেখা যায় নেতাকর্মীদের।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে, প্রায় ১৫ বছর পর বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী যুক্তরাষ্ট্র থেকে বেলা সাড়ে ১১টা নাগাদ দেশে ফেরেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর