দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছে তার ছেলে তারেক রহমান।
বুধবার (৮ জানুয়ারি) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাদের এই সাক্ষাৎ হয়েছে।
এর পরপরই নিজস্ব ফেসবুক পেইজে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মিজানুর রহমান আজহারি।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!
উল্লেখ্য, শত শত ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা আওয়ামী শাসনের পতনের পর উন্নত চিকিৎসা লাভের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে খালেদা জিয়া। এই সুবাদে মঙ্গলবার (৭ জানুয়ারি) কাতারের এক বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি।