‘বাংলাদেশকে নৈতিকভাবে গড়ার দায়িত্ব ছাত্রশিবিরের’

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-14 22:04:59

চট্টগ্রাম নগর জামায়াতের আমির ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নৈতিক ও চরিত্রবান করে গড়ে তোলার দায়িত্ব ইসলামী ছাত্রশিবিরের।

শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনি মসজিদের বিপরীতে শহীদ জোবায়ের মিলনায়তনে আয়োজিত সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রক্তে ভেজা রাজপথে গড়ে ওঠা ইসলামী ছাত্রশিবির ত্যাগ, কোরবানি, অত্যাচার, নির্যাতন এবং শাহাদাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত। এ সংগঠনের চলার পথ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই নির্ধারিত। ছাত্র শিবিরই বাংলাদেশকে নৈতিক এবং চরিত্রবান করে গড়ে তুলতে পারে।

শাখা সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. হাবিবুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর