গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2024-12-02 14:30:48

গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শাহজাহান মিয়া নামের ইউনিয়ন যুবদলের এক সদস্য সচিব।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। গতকাল রোববার সন্ধ্যায় জেলার ফুলছড়ি উপজেলা ফজলুপুর ইউনিয়নের ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় কে বা কারা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় কার্যালয়ে থাকা ফজলুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে ফুলছড়ি থানা পুলিশ। আমরা ঘটনাটি তদন্ত করছি। একই সাথে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ওসি।

এ সম্পর্কিত আরও খবর