দেড়যুগ পর রাঙামাটি শহরে জামায়াতের কর্মী সম্মেলন

, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2024-11-30 23:44:09

দীর্ঘ ১৮ বছর পর রাঙামাটি শহরে জাকজমকপূর্ণ আয়োজনে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩০ নভেম্বর) রাঙামাটির বনরূপায় শহর জামায়াতের এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশের মানুষ সম্মিলিত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছে ক্ষমতার পালাবদলের জন্য নয়? একটি নতুন বাংলাদেশ গড়া স্বপ্ন নিয়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন তাদের সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি।

রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে পুর্নবাসনের কোনো সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, এদেশের মানুষ যে আদর্শের পরিবর্তন চায় জামায়াত ইসলামী সেই আদর্শের ধারক-বাহক। আমরা বাংলাদেশকে আর পিছিয়ে পড়তে দেবো না। মানুষের স্বপ্ন প্রত্যাশা ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামায়াতকর্মীরা তাদের জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় জামায়াতের এই নেতা।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।

উক্তকর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ জাফর সাদেক, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, ইসলামিক সেন্টারের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এ্যাভোকেট মোখতার আহমদ, রাঙামাটির নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মনছুরুল হক, জামায়াত নেতা এ্যাডভোকেট হারুনুর রশিদ।

রাঙামাটি জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ইঞ্জিনিয়ার আবুল কালাম, জেলা জামায়াতের শুরা সদস্য নুরুল আলম সিদ্দিকী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান।

পৌর জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালনা করেছেন জেলা জামায়াতের শুরা সদস্য এ্যাডভোকেট রহমত উল্লাহ ও পৌর জামায়াতের সেক্রেটারী মাঈন উদ্দিন।

এ সম্পর্কিত আরও খবর