জনগণের শাসন ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে হবে: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-11-16 18:13:27

'জনগণের শাসন শিগগিরই জনগণের কাছে ফিরিয়ে দেয়া নিশ্চিত করতে হবে। আর এটা সম্ভব হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তাই অন্তবর্তীকালীন সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে।'  

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ৩টায় বরিশালের বাকেরগঞ্জে '২৪-এর গণ আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ' শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। 

রিজভী বলেন, দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। নির্বাচন ব্যবস্থাও দ্রুত সংকার করতে হবে। এই প্রক্রিয়া বিলম্বিত হলে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হবে। এই সরকার তাদের কাছে আস্থা হারাবে। 

আমরা জনগণের অধিকার রক্ষার আন্দোলনে আছি এবং থাকব। জনগণের শাসন জনগণের হাতে ফিরিয়ে দিতে আমাদের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান এই নেতা।

বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনাসহ বরিশাল বিভাগের ছয় জেলার ৩১টি শহীদ পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর আগে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের ৩১টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর