নির্বাচন কমিশন থেকে মাথাল প্রতীক পাওয়ায় বিজয় উল্লাস ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিসের সামনে এ প্রতীক পাওয়ায় বিজয় মিছিল করে গণসংহতি আন্দোলনের নেতা ও সমর্থকরা।
এর আগে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পায় গণসংহতি আন্দোলন। দলটির জন্য ‘মাথাল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।
ইসিসচিব শফিউল আজিমের হাত থেকে নিবন্ধনের কপি নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।