আন্দোলনকে ডাইভার্ট করতে জামায়াত নিষিদ্ধ করে: ডা. শফিকুর রহমান

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-12 17:53:02

সরকার কোটা সংস্কার আন্দোলনকে ডাইভার্ট করতে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে বলে মন্তব্য করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামীর আমীর বলেন, কেউ নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। সরকার আন্দোলনকে ডাইভার্ট করতে জামায়াত নিষিদ্ধ করে। এটা জনগণও বোঝে।

গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়।

আদালতের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর