ভ্যাঁপসা গরম, রোদ উপেক্ষা করে সমাবেশে নেতাকর্মীদের ঢল

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-06-23 14:08:08

দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার। এ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে যোগদান করতে রোদ, গরম উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেছে।

রোববার (২৩ জুন) দুপুরে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সমাবেশে যোগ দিতে খিলক্ষেত থেকে এসেছেন ৭০ বছরের বৃদ্ধ মোহাম্মাদ সিরাজউদ্দীন। তিনি বার্তা ২৪.কমকে বলেন, 'সেই মুজিবের আমল থেকে আওয়ামী লীগ করি। আজকে এতোগুলান বছর ধইরা আছি। ৪৩ আসন থেইকা আইছি। শেখ হাসিনা ডাক দিছে, খসরু ভাই ডাক দিছে আইতে তো হইবোই।'

এদিকে ঢাকা ১৮ আসন উত্তরা থেকে এসেছেন ইমরান হোসেন। তিনি বার্তা ২৪ কে জানান, 'আওয়ামী লীগের প্লাটিনাম জন্মজয়ন্তী। আমরা শেখ হাসিনার সৈনিক। দুই যুগ ধরে ছাত্রলীগ, আওয়ামী লীগের সাথে আছি।'

এদিন বয়োবৃদ্ধ থেকে শুরু করে কিশোর তরুণ সকলে যোগদান করছেন এ সমাবেশে। বাদ্যযন্ত্র বাজিয়ে জন্মদিন উদযাপনে নাচে গানে মত্ত হয়েছেন অনেকে।

এ সম্পর্কিত আরও খবর