বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন হলো আজ শুক্রবার। ক্ষমতাসীনদের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গাড়িতে নেতাকর্মীদের নিয়ে হাজির হোন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।
শুক্রবার (২১ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দীতে। এ শোভাযাত্রায় প্রায় দুই শতাধিক গাড়ী বহর নিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য যোগ দেন। এমপি নিখিলের আনন্দ শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডী-৩২ নাম্বারে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।