আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আওয়ামী লীগের শ্রমিক জনসভা শুরু হয়েছে।
জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বুধবার (০১ মে) বেলা সাড়ে চারটায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এ জনসভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ইতোমধ্যে সভায় উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেনসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান ও সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক কে.এম. আযম খসরু।